Logo

খেলাধুলা    >>   সৌদি আরবে আইপিএলের মেগা নিলাম

সৌদি আরবে আইপিএলের মেগা নিলাম

সৌদি আরবে আইপিএলের মেগা নিলাম

ক্রিকেটপ্রেমীদের মধ্যে আইপিএলের নিলাম নিয়ে সবসময়ই ব্যাপক আগ্রহ দেখা যায়। এবারের আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের রিয়াদে—এই গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদেই হতে যাচ্ছে আইপিএলের এই মেগা নিলাম। পাশাপাশি, সম্ভাব্য তারিখ হিসেবে চূড়ান্ত হয়েছে ২৪ ও ২৫ নভেম্বর। তবে একটি সমস্যা তৈরি হয়েছে নিলাম শুরুর সময় নিয়ে।

বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, প্রতিটি আইপিএল দলের সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারবেন। ইতিমধ্যে প্রতিটি দল নিজেদের প্রয়োজন অনুযায়ী দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। এ বছর ১০টি দল মিলে মোট ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে তিন মৌসুমের জন্য। বাকি খেলোয়াড়দের নিলামের মাধ্যমে নির্বাচন করা হবে। নিলামে মোট ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন, যার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, দলগুলো কেমন কৌশল নিয়ে দল সাজাবে।

২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের নিলামের সম্ভাব্য তারিখ হিসেবে নিশ্চিত করেছে বিসিসিআই। তবে সমস্যা দেখা দিয়েছে ভারতের অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের কারণে। এই নিলামের ঠিক আগের দিন অর্থাৎ ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট, যার তৃতীয় ও চতুর্থ দিন পড়বে ২৪ ও ২৫ নভেম্বর। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই গুরুত্বপূর্ণ বোর্ডার-গাভাস্কর ট্রফি এবং আইপিএল নিলাম সম্প্রচারকারী চ্যানেল একই, তাই কোন সময়ে নিলাম শুরু করা হবে তা নিয়ে আলোচনা চলছে।

পার্থ এবং রিয়াদের সময়ের পার্থক্য পাঁচ ঘণ্টা। সম্প্রচারকারী চ্যানেল ও বিসিসিআই-এর অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বোর্ডের কর্মকর্তারা চাইছেন টেস্ট ম্যাচের খেলা শেষ হওয়ার পরেই নিলাম শুরু করতে। তবে বেশ কিছু দল গভীর রাত পর্যন্ত নিলাম চালানোর বিষয়ে আগ্রহী নয়। তাই বিকেলে নিলামের আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে।

বিসিসিআই-এর কর্মকর্তারা ইতিমধ্যেই রিয়াদে গিয়ে নিলামের সম্ভাব্য স্থান ঘুরে দেখেছেন। সোমবার বোর্ডের একটি প্রতিনিধি দল পুনরায় সৌদি আরবে যান, যেখানে সব প্রস্তুতি চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। প্রথমে রিয়াদের পাশাপাশি জেদ্দা, সিঙ্গাপুর, দুবাই, এমনকি অস্ট্রিয়ার ভিয়েনাও নিলামের জন্য সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত রিয়াদই চূড়ান্ত হয়েছে।

নিলাম শুরুর সময়ের এই জটিলতার কারণে বিসিসিআই এবং সম্প্রচারকারী চ্যানেলের মধ্যে আলোচনা চলছে। পার্থের খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিলাম শুরু করা হতে পারে। বিকেলে নিলামের আয়োজন করা হলে দর্শকদের জন্যও তা সুবিধাজনক হবে এবং গভীর রাত পর্যন্ত নিলাম পরিচালনার প্রয়োজন হবে না।

এই মেগা নিলাম ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে, আর বিসিসিআই-এর প্রস্তুতি প্রায় সম্পন্ন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert